• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য: বৈঠকে বসছেন শীর্ষ আলেমরা


নিউজ ডেস্ক ডিসেম্বর ১, ২০২০, ০৯:৩৪ পিএম
বঙ্গবন্ধুর ভাস্কর্য: বৈঠকে বসছেন শীর্ষ আলেমরা

ফাইল ছবি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন দেশের শীর্ষ আলেমরা। 

শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় শীর্ষ আলেমদের এ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। 

বৈঠকে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমরা মতবিনিময় ও প্রস্তাবনাসহ দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত পেশ করবেন। 

দেশের শীর্ষ আলেদের মধ্যে বৈঠকে উপস্থিত থাকবেন- আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হামিদ (পীর মধুপুর), আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক, মাওলানা সাজিদুর রহমান, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আরশাদ রহমানী, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ। 

সূত্র-যুগান্তর

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!