• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে সুখবর


নিউজ ডেস্ক জানুয়ারি ৯, ২০২১, ০৮:২০ পিএম
সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে সুখবর

ঢাকা: সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড প্রদানে অনলাইন পে-ফিক্সেশন মডিউল প্রতিফলিত হচ্ছে না। ফলে উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যার সমাধান করতে বেতন নির্ধারণী ছক সক্রিয় করার নির্দেশনা দিয়েছে মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়।

গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে স্ট্রেংদেনিং পিএফএম টু এনাবল সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম (এসপিএফএমএস) -এর জাতীয় জাতীয় প্রকল্প পরিচালককে অনুরোধ জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উচ্চতর গ্রেড প্রদানের নির্দেশনা দেওয়া হলেও অনলাইন প্রে-ফিক্সেশন মডিউলে তা প্রতিফলিত হয়নি। ফলে উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণের বিষয়ে সংযুক্ত বেতন নির্ধারণী ছকটি অনলাইনে প্রে-ফিক্সেশন মডিউলে সক্রিয় করার জন্য অনুরোধ করা হলো।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!