• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের পর বাংলাদেশই প্রথম ভ্যাকসিন পাবে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২১, ০৬:৪৩ পিএম
ভারতের পর বাংলাদেশই প্রথম ভ্যাকসিন পাবে

ফাইল ছবি

ঢাকা: ভারতে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এদিকে ভারতের পর বাংলাদেশই প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, দ্রুতই ভারত থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে আসবে। ভ্যাকসিন আসার পর সরকারের কাছে হস্তান্তর করা হবে। এর পর সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশে করোনার ভ্যাকসিন আসলে দুই দেশই লাভবান হবে উল্লেখ করে তিনি বলেন, ভ্যাকসিনের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!