• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিআরএল পেনশন যোগ্য কিনা খোলাসা করল অর্থ মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ১০:২১ এএম
পিআরএল পেনশন যোগ্য কিনা খোলাসা করল অর্থ মন্ত্রণালয়

ঢাকা: অবসর-উত্তর ছুটি (পিআরএল) কাল পেনশনযোগ্য চাকরি কিনা, অবসর উত্তর ছুটি কালে আর্থিক সুযোগ-সুবিধার প্রাপ্যতা এবং অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ, চুড়ান্ত অবসর শুরুর তারিখ এসকল বিষয় খোলাসা করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খালেদা নাছরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসর প্রস্তুতিমূলক ছুটিকে (এলপিআর) অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) রুপান্তর করায় অবসর-উত্তর ছুটি (পিআরএল) কাল পেনশনযোগ্য চাকরি হিসেবে গণনাযোগ্য হবে না। তবে, অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) কালীন প্রাপ্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা অবসর উত্তর (পিআরএল) ছুটিকালীনও বহাল থাকবে।

জনাব ‘ক’ এর জন্ম তারিখ ০১-০১-১৯৬২ খ্রি। একটি উদাহারনের মাধ্যমে অবসরগ্রহণ, পিআরএল ও চুড়ান্ত অবসর গ্রহণের তারিখ নিন্মোক্তভাবে দেখানো হলো।

‘ক’ এর ৫৯ বছর বয়স পূর্তি হবে ৩১-১২-২০২০ তারিখে এবং এই তারিখের অপরাহ্নে তিনি অবসর গ্রহণ করবেন।

ছুটি পাওনা সাপেক্ষে মঞ্জুরীকৃত অবসর উত্তর ছুটি (পিআরএল) আরম্ভ হবে তার অবসর গ্রহনের পরের দিন অর্থ্যাৎ ০১-০১-২০২১ তারিখে। তিনি ১২ মাস অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগ করলে তার ছুটি শেষ হবে ৩১-১২-২০২১ তারিখে এবং তার চুড়ান্ত অবসর গ্রহণের তারিখ হবে ০১-০১-২০২০ তারিখে।

অবসর উত্তর ছুটি (পিআরএল) ভোগ না করলে তার চুড়ান্ত অবসর গ্রহণের তারিখ হবে ৩১-১২-২০২০।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!