• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহবাগে সংঘর্ষের ঘটনায় হত্যাচেষ্টা মামলা 


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৩:৫২ পিএম
শাহবাগে সংঘর্ষের ঘটনায় হত্যাচেষ্টা মামলা 

ফাইল ছবি

ঢাকা: কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে মশাল মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের ‘হত্যাচেষ্টার’ অভিযোগ আনা হয়েছে। 

শুক্রবার মধ্যরাতে শাহবাগ থানায় মামলার পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে শাহবাগ থানা পুলিশ।আবেদনের প্রেক্ষিতে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

যাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে তারা হলেন- তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী।

শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, শাহবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!