• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিজিটাল দেশ গড়েছি, ডিজিটাল নিরাপত্তাও আমাদের দায়িত্ব


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৪:৪৮ পিএম
ডিজিটাল দেশ গড়েছি, ডিজিটাল নিরাপত্তাও আমাদের দায়িত্ব

ফাইল ছবি

ঢাকা:  স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের তালিকায় উন্নীত হতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ।

এই সুখবরটি বাঙালী জাতিকে আনুষ্ঠানিকভাবে জানাতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে প্রশ্ন করলে জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি শুরুতেই বলেন, ডিজিটাল বাংলাদেশ যেহেতু গড়েছি, ডিজিটাল নিরাপত্তা প্রদান করাও আমাদের দায়িত্ব।

তিনি বলেন, কারো মৃত্যুই কাম্য নয়। কিন্তু কারো মৃত্যুকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি করা কাম্য নয়। 

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বিশ্বে শিশু থেকে যুবক পর্যন্ত কাউকে বিব্রত না হতে হয়। কেউ যেন অসামাজিক কার্যকলাপে জড়িত না হতে পারে, সেটা দেখতে হবে। আমাদের দেখতে হবে, কেউ যেন এমন কোনো কাজ করতে না পারে যা দেশের ক্ষতি করে, দেশের মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সে কারণেই ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনও প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের উত্তরণের ঘটনাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। বলেছেন, এই অর্জনের কৃতিত্ব বাংলাদেশের প্রতিটি নাগরিকের।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!