• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিজের টিকা নেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৫:০৮ পিএম
নিজের টিকা নেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

ঢাকা:  স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের তালিকায় উন্নীত হতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ।

এই সুখবরটি বাঙালী জাতিকে আনুষ্ঠানিকভাবে জানাতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর করোনা টিকা নেওয়ার বিষয়টি উঠে আসে।

জবাবে তিনি বলেন, আমি করোনা টিকা নেব তবে তার আগে বাংলাদেশের মানুষের টিকা নিশ্চিত করতে চাই। 

প্রধানমন্ত্রী বলেন, মানুষের হায়াত-মউতের কথা বলা যায় না।টিকা আমিও নেব।তার আগে আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেট পূরণ হলেই আমি টিকা নেব। 

এছাড়া সাম্প্রতিক সময়ে আল জাজিরায় প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে জড়িয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদন বিষয়ে আমার কোনো মন্তব্যও নেই, আগ্রহও নেই। 

তিনি বলেন, দেশের মানুষ দেখেছে। কোনটা ঠিক কোনটা ভুল তারাই ঠিক করবে। 

প্রধানমন্ত্রী বলেন, কোন চ্যানেল কি বললো সেটা দেখার আগ্রহ আমার নাই।তাদের কাজ বলা তারা বলবে। আমি রাজনীতি করি, আমার কাজ মানুষের উন্নয়ন করা, তাই করে যাবো। 

সংবাদ সম্মেলনে ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে প্রশ্ন করলে জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি শুরুতেই বলেন, ডিজিটাল বাংলাদেশ যেহেতু গড়েছি, ডিজিটাল নিরাপত্তা প্রদান করাও আমাদের দায়িত্ব।

সংবাদ সম্মেলনে তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের উত্তরণের ঘটনাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। বলেছেন, এই অর্জনের কৃতিত্ব বাংলাদেশের প্রতিটি নাগরিকের।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!