• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লকডাউনে ট্রেন চলবে কি না, সিদ্ধান্ত জানালেন রেলমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২১, ০৩:৫১ পিএম
লকডাউনে ট্রেন চলবে কি না, সিদ্ধান্ত জানালেন রেলমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা : আগামী ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। ওইদিন থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন থাকবে। শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আরো পড়ুন : লকডাউনে যেসব প্রতিষ্ঠান খোলা থাকবে

তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

আরো পড়ুন : লকডাউনে বাড়ি যাওয়ার ঢল থামাতে যা করবে সরকার

এর আগে মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

এদিকে লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল সারাদেশে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।  

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!