• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লকডাউনে চালু থাকবে জরুরি দলিল নিবন্ধন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২১, ০২:২৪ পিএম
লকডাউনে  চালু থাকবে জরুরি দলিল নিবন্ধন

ঢাকা : করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত বিধিনিষেধ তথা লকডাউনে জরুরি দলিল নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে সরকার।

মঙ্গলবার (৬ এপ্রিল) নিবন্ধন অধিদপ্তরের মহা-পরিদর্শক শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

করোনা ভাইরাসজনিত রোগ করোনার বিস্তার রোধে শর্ত সাপেক্ষে দাপ্তরিক কার্য পরিচালনা সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইস্যুকৃত স্বাস্থ্যবিধি পালনপূর্বক ও সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রেখে জরুরি দলিল নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের বলা হলো।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে এতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারে।

কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা: অপর আদেশে নিবন্ধন অধিদপ্তরের অধীন সব জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কার্যালয়ের সব কর্মচারীদের করোনা রোধে জারিকৃত বিধিনিষেধ বিদ্যমান থাকাকালীন সবাইকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!