• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
সোনারগাঁওয়ে রিসোর্টে হামলা

মামুনুলসহ ৮৩ জনের নামে তিন মামলা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২১, ০৬:২৪ পিএম
মামুনুলসহ ৮৩ জনের নামে তিন মামলা

ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা ও রিসোর্টে ভাংচুরের অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে তিনটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। আর সাংবাদিক বাদী হয়ে একটি মামলা করেছে।

এদিকে ঘটনার চারদিনের মাথায় বুধবার (৭ এপ্রিল) কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা সরেজমিন পরিদর্শনে গেলেন নারায়ণগঞ্জে। সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টসহ পার্শ্ববর্তী এলাকায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন করেন শীর্ষ পর্যায়ের নেতারা।

পরিদর্শন শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তাণ্ডবে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। দাবি ওঠে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হেফাজতের বিচারেরও।

সোনালীনিউজ/আইএ
 

Wordbridge School
Link copied!