• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ মে থেকে ৬৫ দিন সমূদ্রে মাছ ধরা নিষিদ্ধ 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২১, ০৫:০৪ পিএম
২০ মে থেকে ৬৫ দিন সমূদ্রে মাছ ধরা নিষিদ্ধ 

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরণের মৎস্য আহরণ আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ (পঁয়ষট্টি) দিন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ১৩ এপ্রিল এ প্রজ্ঞাপন জারী করা হয়।

প্রজ্ঞাপনের মাধ্যমে এ ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দিয়ে যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!