• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
বাংলাদেশে করোনা

আজও ১০১ জনের মৃত্যু, কমেছে শনাক্ত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২১, ০৪:১৬ পিএম
আজও ১০১ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০১ জন।প্রাণঘাতী করোনা দেশে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়ালো ১০ হাজার ২৮৩ জনে।গতকালও (১৬ এপ্রিল) ১০১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৭৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।এদিন ১৬ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ২১.৪৬ শতাংশ। 

এর আগে শুক্রবার দেশে ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১০১ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার পর্যন্ত সারাবিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজার ২০৬ জনের।এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ৩১ হাজার মানুষ। সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ৮৯৩ জন।

সবচেয়ে বেশি প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জনের। এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে মারা গেছে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। এরপর রয়েছে মেক্সিকো। দেশটিতে প্রায় ২ লাখ ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

 
সোনালীনিউজ/আইএ
 

Wordbridge School
Link copied!