• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারি সংস্থাকে নিজেদের টাকায় চলার নির্দেশ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০২১, ০৪:২৭ পিএম
সরকারি সংস্থাকে নিজেদের টাকায় চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ফটো

ঢাকা: সরকারি ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানিগুলোকে নিজস্ব আয় থেকে ব্যয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এমন নির্দেশনা দেন।

একনেক সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘আজকের একনেক সভায় “অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন” শীর্ষক বিটিসিএলের একটি সংশোধিত প্রকল্প অনুমোদন পায়। এতে ব্যয় হবে ৯৫ কোটি টাকা।

এ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, “বিটিসিএল তো আমাদের কোম্পানি। তারা কেন নিজেদের টাকা ব্যয় করতে পারে না? কেন আমরা সরকার থেকে দেব? এটা দীর্ঘদিন চলবে না। আপনারা নিজেদের টাকায় নিজেরা চলবেন।”

মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী চাচ্ছেন এভাবে সরকারি বাণিজ্যিক সংস্থাগুলো সরকারের অনুদানের জন্য নির্ভর না করুক; নিজেদের পায়ে দাঁড়াক।’

জবাবে বিটিসিএলের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের টাকা না দিলে পিছিয়ে যাব, বিদেশিরা বিনিয়োগে আসবে না। আমরা চেষ্টা করছি এটাকে লাভজনক করতে; কীভাবে নিজের টাকায় চলতে পারব।’

প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের যেসব সরকারি কোম্পানি আমরা বানিয়েছি, টেলিযোগাযোগে হোক, এভিয়েশনে হোক বা সড়কেই হোক, এটা দীর্ঘদিন ক্ষতিপূরণ দিয়ে চালানো, ব্যবসায়িক দিক দিয়েও কত দিন করা যাবে?’

‘সম্পূর্ণ স্বাধীনভাবে আয়-ব্যয় করবে। তবে আজ বিটিসিএল নিয়ে আলোচনা হয়েছে। এটা সরকারের ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রধানমন্ত্রী এগুলো নিয়ে প্রায়ই বলেন।’

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!