• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ফেরি চালু


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২১, ০৭:৪৩ পিএম
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ফেরি চালু

ফাইল ছবি

ঢাকা: ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের সব ফেরি চালু করা হয়েছে।

বুধবার (১২ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চালু করেছে। পণ্য ও যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে।

এর আগে শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের হুড়োহুড়িতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।অসুস্থ হয়েছেন অর্ধশতাধিক মানুষ। 

বুধবার (১২ মে) দুপুরে ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। 

জানা গেছে, শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুইটি ফেরিতে এই দুর্ঘটনা ঘটে। ফেরি ভিড়লে তাড়াহুড়ো করে নামতে যান যাত্রীরা।এসময় যাত্রীদের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ফেরির পন্টুনেই কয়েকজন মারা যান। 

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধার কাজ শুরু করেন।আহতদের ঘাটের বিভিন্ন স্থানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।যাদের অবস্থা বেশি খারাপ তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!