• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বাংলাদেশে করোনা

ঈদের দিনে হাজারের নিচে শনাক্ত, মৃত্যু ২৬


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২১, ০৪:১১ পিএম
ঈদের দিনে হাজারের নিচে শনাক্ত, মৃত্যু ২৬

ফাইল ছবি

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এনিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ১০২ জনের।

এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪৮ জন।গত ৯ সপ্তাহের মধ্যে দেশে এটিই সর্বনিম্ন শনাক্ত। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে।

শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।এসময়ে দেশে ৭ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়। আর নতুন করে আক্রান্ত হন ১ হাজার ২৯০ জন।

এদিকে, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ১৮ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ৩৩ লাখ ৫৮ হাজারের বেশি।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১৬ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ২২৭ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৩৩ লাখ ৫৮ হাজার ৬৫৮ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৩ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ৯৫২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৯৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৫৪০ জনের।

এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনের।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার ৮২৭ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩০ হাজার ৫৯৬ জনের।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!