• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করছে সরকার


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২১, ০১:০১ পিএম
করোনায় মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করছে সরকার

সংগৃহীত

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, নভেল করোনাভাইরাসে নানা সমস্যায় জর্জরিত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে সরকার। 

বৃহস্পতিবার (২০ মে) গণভবন থেকে সকালে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মহামারি আকারে সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। এর ফলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা, তা ব্যাহত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি, সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষ কিছু কিছু সমস্যায় ভুগছে। এ অবস্থার মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠানগুলো করে যাচ্ছি বা আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ যাতে অব্যাহত থাকে, তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।’

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর ৯ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠান রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক পেয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পদকপ্রাপ্তদের দেখে প্রজন্ম থেকে প্রজন্ম দেশের জন্য অবদান রাখবে। তিনি বলেন, ‘দেশের মানুষ এখন সঠিক ইতিহাস জানতে পারছে। এই ইতিহাস আর কেউ মুছে ফেলতে পারবে না।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!