• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিসিবির পণ্যবিক্রি শুরু রোববার


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০২১, ০৮:৫৫ পিএম
টিসিবির পণ্যবিক্রি শুরু রোববার

ফাইল ফটো

ঢাকা: করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে রোববার (০৬ জুন) থেকে সারা দেশে ৪০০ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। ১৭ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে। 

শনিবার (০৫ জুন) টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এছাড়াও সয়াবিন তেল ১শ’ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবেন।

দেশব্যাপী ১শ’ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে। এর মধ্যে ঢাকায় ৮০টি এবং চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাকে এই পণ্য বিক্রি করা হবে।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!