• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় গত দুই মাসে সর্বোচ্চ মৃত্যু


নিজস্ব প্রতিনিধি জুন ১৯, ২০২১, ০৪:৩৩ পিএম
দেশে করোনায় গত দুই মাসে সর্বোচ্চ মৃত্যু

ফাইল ছবি

ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।

শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন ৬৩ জনের মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৬ জনে। আর মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন।

এর আগে, শুক্রবার তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৫৪ জনের মৃত্যু হয়। তখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিন হাজার ৮৮৩ জন। তখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জনে। সে হিসেবে আজ মৃত্যু সংখ্যা বেড়েছে তবে কমেছে আক্রান্ত।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!