• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর আবেদন, ব্যবস্থা নিতে চিঠি


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০২১, ০৫:১২ পিএম
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর আবেদন, ব্যবস্থা নিতে চিঠি

ঢাকা: জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর জন্য আবেদন করেছিল বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। এবার সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত এ চিঠি গত ২০ জুন অর্থ বিভাগের সিনিয়র সচিবের বরাবর পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আবেদনে উল্লেখিত আর্থিক দাবি বাস্তবায়নের বিষয় যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের ছায়ালিপি পাঠানো হলো।’

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতনভাতা বাড়নোর জন্য তারা আবেদন করেছিল। আমরা সেটি অর্থ বিভাগে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কেউ আবেদন করলে আমরা তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেই। এটিও পাঠিয়ে দেওয়া হয়েছে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!