• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কঠোর লকডাউন ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধির সুপারিশ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২১, ০২:১২ পিএম
কঠোর লকডাউন ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান কঠোর লকডাউনের সময়সীমা ৫ আগস্টের পর আরও ১০দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।অধিদপ্তরের এই সুপারিশ কার্যকর হলে চলমান কঠোর লকডাউন আগামী ১৫ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।তবে এ বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

শুক্রবার (৩০ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি ক্যাবিনেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় কী, এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই তো আমরা চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে এখনও সরকার সিদ্ধান্ত নেয়নি।’

‘আজ আবার গণমাধ্যমে দেখলাম শিল্পকারখানাগুলো খুলে দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ আরও বাড়বে।’

আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘যদি রোগীর উৎপাদনস্থল চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সংক্রমণ আরও বাড়বে। এমন পরিস্থিতিতে হাসপাতালেও জায়গা দেয়া সম্ভব হবে না। এটাও একটা সীমাবদ্ধতা।’

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কোরবানি ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় ১৪ দিনে কঠোর লকডাউন।যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!