• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রোববার থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খোলা


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০২১, ০৬:৩৯ পিএম
রোববার থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খোলা

ফাইল ছবি

ঢাকা: করোনার সংক্রমণ রুখতে চলমান কঠোর লকডাউনের মধ্যে খুলতে যাচ্ছে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্প কারখান। 

আগামী রোববার (১ আগস্ট) থেকে রপ্তানিমুখী সকল শিল্প কল-কারখানা খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন।

উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে,  সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত  দেশের রফতানিখাতসহ সব উৎপাদনমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার দাবি জানায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই)। 

 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!