• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৮তম বিসিএস থেকে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পেলেন যারা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২১, ০৩:৪০ পিএম
৩৮তম বিসিএস থেকে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পেলেন যারা

ঢাকা: ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৭৭ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় ‍সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত একটি আদেশে তাদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর দেশের বিভিন্ন বিভাগে পদায়ন করেছে।  

১০টি শর্ত দিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আলোকে ২২,০০০-৫৩,০৬০ (৯ম গ্রেড) বেতন প্রচলিত অন্যান্য ভাতা পাবেন। নিয়োগপ্রাপ্তরা বুনিয়াদি প্রশিক্ষণ নিতে পারবেন। দুই বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকার পর সব শর্তপূরণ করার শর্তে চাকরি স্থায়ী হবে। 

৭৭ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান। 

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে ৭৭ জন সহকারী প্রকৌশলীর এই বিশাল নিয়োগ দেওয়ায় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, সচিবকে ধন্যবাদ। এ দফতরের জনবল সংকট চলছে। এ নিয়োগ জনবল সংকট কিছুটা হলেও লাঘব হবে।

তালিকা দেখতে ক্লিক করুন

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!