• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিনল্যান্ড থেকে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৬:৩০ পিএম
ফিনল্যান্ড থেকে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ফিনল্যান্ড ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের উদ্দেশে ফিনল্যান্ড ছেড়ে যায়।

বাংলাদেশ সময় রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এতথ্য জানা গেছে।  

এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পৌঁছান। ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকালে হেলসিঙ্কি হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!