• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পঞ্চম ধাপে ইউপির ভোটের তারিখ ঘোষণা


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ২৭, ২০২১, ০১:৪৭ পিএম
পঞ্চম ধাপে ইউপির ভোটের তারিখ ঘোষণা

ফাইল ছবি

ঢাকা : দেশে পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানায়।

নির্বাচন কমিশনের সংবাদ ব্রিফিং...

নির্বাচন কমিশন (ইসি)তথ্য অনুযায়ী, মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ মঙ্গলবার, ৭ ডিসেম্বর। মনোনয়পত্র বাছাইয়ের তারিখ বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর। আপিল দায়ের তারিখ শুক্রবার-রোববার, ১০-১২ ডিসেম্বর। আপিল নিষ্পন্ন সোমবার-মঙ্গলবার, ১৩-১৪ ডিসেম্বর। 

মনোনয়ন প্রত্যাহারের তারিখ বুধাবর, ১৫ ডিসেম্বর। প্রতীক বরদ্দের তারিখ শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১। ভোটগ্রহণ বুধবার, ৫ জানুয়ারী ২০২২।

দেখেনিন ৭০৭ ইউনিয়ন পরিষদের তালিকা

এর আগে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এক হাজার ইউপিতে ও চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!