• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারি কর্মকর্তাদের গোপনীয় অনুবেদন সংক্রান্ত জরুরি আদেশ জারি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২১, ০৯:৪৩ পিএম
সরকারি কর্মকর্তাদের গোপনীয় অনুবেদন সংক্রান্ত জরুরি আদেশ জারি

ঢাকা: সরকারি কর্মকর্তাদের ২০২১ সালের বার্ষিক বা আংশিক গোপনীয় অনুবেদন ফরম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা নেই বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

রোববার (২৮ নভেম্বর) বিষয়টি জানিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে চলতি বছরের গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির প্রকোপ বর্তমানে কিছুটা কম হলেও আসন্ন শীত মৌসুমে তা ফের বাড়তে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল থেকে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণ ঝুঁকিপূর্ণ।

আদেশে আরও বলা হয়, এ অবস্থায় কোভিডের চিকিৎসা এবং টিকা দেওয়ার সময় হাসপাতালগুলোতে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য এবং সরকারি কর্মকর্তাদে সংক্রমণের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ২০২১ সালের বার্ষিক ও আংশিক গোপনীয় অনুবেদন ফরম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!