• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অফিস পরিচালনায় কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০২২, ০৮:২৫ পিএম
অফিস পরিচালনায় কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

ঢাকা: দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। 

রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিধিনিষেধের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, করোনা জনিত সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিন্মবর্ণিত শর্তাবলি আরোপিত হলো।

১. সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে।অনান্য কর্মকর্তা/কর্মচারীগণ নিজ কর্মস্থলে অবস্থান করে ভার্চুয়ালি  (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম)  সম্পাদন করবেন। 

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন। 

৩. ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। 

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সোনালীনিউজ/আইএ  

Wordbridge School
Link copied!