• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১-২০ গ্রেডের সকল পদে নিয়োগ ডিএসবি’র অধীনে


নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০২২, ০২:৫২ পিএম
১১-২০ গ্রেডের সকল পদে নিয়োগ ডিএসবি’র অধীনে

ঢাকা: নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের (১১-২০) সকল ধরণের পদে নিয়োগ ডিভিশনাল সিলেকশন বোর্ডের (ডিএসবি) অধীনে করার প্রস্তাবে সম্মতি প্রদান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তাব বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ডিএসবি’র অধীনে কর্মচারী নিয়োগের প্রস্তাব করে ঢাকা জেলা প্রশাসন। 

সম্মেলনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রস্তাবে বলা হয়, প্রকল্প ব্যতীত ১১-১৬ (তৃতীয় শ্রেণি) গ্রেডভুক্ত সকল ধরণের পদে নিয়োগ ডিভিশনাল সিলেকশন বোর্ডের অধীনে নেই। বিদ্যমান নিয়োগবিধির পরিবর্তন করে ডিএসবি’র অধীনে নিয়োগ সম্পন্ন করার প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে প্রকল্প ব্যতীত ১১-২০ গ্রেডভুক্ত সকল ধরণের পদে নিয়োগ ডিএসবি’র অধীনে আনয়ন করা যেতে পারে। 

সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের এমন প্রস্তাবের প্রেক্ষিতে সম্মতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকল্প ব্যতীত ১১-২০ গ্রেডভুক্ত সকল ধরণের পদে নিয়োগ ডিএসবি’র অধীনে আনয়ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। 

সোনালীনিউজ/এসআই/আইএ 

Wordbridge School
Link copied!