• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকারি কর্মচারীদের বদলির রূপরেখা নির্ধারণে ব্যবস্থার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২২, ০২:৫৪ পিএম
সরকারি কর্মচারীদের বদলির রূপরেখা নির্ধারণে ব্যবস্থার নির্দেশ

ঢাকা: উপজেলা পরিষদের সরকারি কর্মচারীদের বদলির রূপরেখা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে উপজেলা পরিষদের কর্মচারীদের বদলির ক্ষমতা জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত করার প্রস্তাব করে ঝালকাঠি জেলা প্রসাশন।

আরও পড়ুন : বেতন-ভাতা নিয়ে প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর

সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের এমন প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এবিষয়ে স্থানীয় সরকার বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, বদলির রূপরেখা নির্ধারণ করে উপজেলা পরিষদের কর্মচারীদের (ড্রাইভারদের ন্যায়) ৩ বছর অন্তর জেলা পর্যায়ে আন্তঃউপজেলা বদলির ক্ষমতা জেলা প্রশাসককে এবং বিভাগীয় পর্যায়ে আন্তঃজেলা বদলির ক্ষমতা বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোনালীনিউজ/এসআই/আইএ

Wordbridge School
Link copied!