• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সর্বনিম্ন বেতন ও শিক্ষকদের বিষয়ে যে দাবী জানাল কর্মচারী ঐক্য ফোরাম


নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২২, ০২:২৮ পিএম
সর্বনিম্ন বেতন ও শিক্ষকদের বিষয়ে যে দাবী জানাল কর্মচারী ঐক্য ফোরাম

ঢাকা : দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ও ৬ সদস্যের পরিবারের ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে ‘সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম’।

এ উপলক্ষে নবম জাতীয় পে-কমিশন গঠনসহ সাত দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

ফোরামের নেতারা বলেন, নবম পে-স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা, শতভাগ পেনশন, স্বেচ্ছায় অবসরে চাকরির বয়সসীমা ২০ বছর নির্ধারণ এবং আনুতোষিক প্রতি ১ টাকায় ৩০০ টাকা নির্ধারণ করতে হবে এবং পে-কমিশনে কর্মচারীর প্রতিনিধি রাখতে হবে।

রোববার (২২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।

ফোরামের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে— সচিবালয়ের মতো এর বাইরে সকল দফতর বা অধিদফতরে কর্মরত কর্মচারীদের পদবী ও গ্রেড পরিবর্তনসহ প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রথম শ্রেণি ও সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদা ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান করতে হবে।

ফোরামের আহ্বায়ক হেদায়েত হোসেন লিখিত বক্তব্যে বলেন, ২০১৫ সনে ঘোষিত বেতন স্কেলে শুভঙ্করের ফাঁকির মধ্যে ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বিভিন্নভাবে ঠকানো হয়েছে, বৈষম্যে নিপতিত করা হয়েছে।

১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের মাঝে সৃষ্ট বৈষম্য, আর্থিক দৈন্যতাসহ সার্বিক বিষয় নিরসনের জন্য বিভিন্ন কর্মচারী সংগঠন হতে সরকারের নিকট বিভিন্ন সময়ে দাবি পেশ করা হলেও তা উপেক্ষীত হয়েছে।

তিনি আরও বলেন, জীবন-ধারণের জন্য প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম ক্রমাগতভাবে বৃদ্ধির দৃষ্টান্ত আমাদের দেশের প্রচলিত প্রথা। এরই মধ্যে গত দু'বছরে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে নিত্য পণ্যের মূল্য। ফলে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা দিশেহারা।

এমনি পরিস্থিতিতে আর্থিক দৈন্যতায় নিপতিত প্রজাতন্ত্রের ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সমমনা সংগঠনসমূহ একাধিক মতবিনিময় সভায় মিলিত হয়ে একটি মঞ্চে এসে এক এবং অভিন্ন দাবি সরকারের নিকট পেশ করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফোরামের সমন্বয়ক মো. লুৎফর রহমান, মো. আবুল কাসেম, মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!