• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারি চাকরিজীবীদের মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২২, ০৫:২৮ পিএম
সরকারি চাকরিজীবীদের মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

ঢাকা: সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দেশনায় হঠাৎ করেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মঙ্গলবার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করা হয়।

করোনার প্রাদুর্ভাব ক্রমেই বেড়ে চলছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার) এক হাজার ১৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। 

এসময়ে করোনায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অণুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর বা সংস্থার প্রধানদেরকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!