• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরো এক দফা খরচ কমালো সরকার


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩, ২০২২, ০৪:০১ পিএম
আরো এক দফা খরচ কমালো সরকার

ঢাকা: আরো এক দফা খরচ কমালো সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কমিটির সম্মানী বাবদ ব্যয় স্থগিত করা হয়েছে।

রোববার (৩ জুলাই) উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়।

এতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিও আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়ন বাজেট ও নিজস্ব তহবিলের আওতায় বাস্ববায়নাধীন সকল প্রকার প্রকল্প/কর্মসূচি/স্কীম সমূহের ক্ষেত্রে ‘৩২৫৭২০৬-সম্মানী’ অর্থনৈতিক কোডের বরাদ্দ থেকে প্রকল্প বাস্তাবায়ন কমিটি (পিআইসি), প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিএসসি), বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটি (ডিপিইসি), বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (এসপিইসি) এবং বিভাগীয় বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (ডিএসপিইসি) সভায় সম্মানী বাদব কোনো অর্থ ব্যয় করা যাবে না।     

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!