• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সারাদেশে কোথায় কখন লোডশেডিং আজ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২২, ০৯:৫১ এএম
সারাদেশে কোথায় কখন লোডশেডিং আজ

ঢাকা: সরকারের নির্দেশনা অনুযায়ী শুক্রবার (৫ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে দেশের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, রাজশাহী জোন ও রংপুর জোন (নেসকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে।

গত ১৮ জুলাই বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। সরকারের সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহে একদিন বন্ধ থাকবে ফিলিং স্টেশন। খরচ সাশ্রয়ের জন্য ডিজেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পিডিবির গ্রাহকরা নিচের লিংকে ক্লিক করে লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি জানতে পারবেন।  

চট্টগ্রামের লোডশেডিং শিডিউল দেখতে এখানে ক্লিক করুন
ময়মনসিংহয়ের লোডশেডিং শিডিউল দেখতে এখানে ক্লিক করুন
কুমিল্লার লোডশেডিং শিডিউল
সিলেটের লোডশেডিং শিডিউল

ডিপিডিসি গ্রাহকরা নিচের লিংকে ক্লিক করে লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

ডেসকো গ্রাহকরা নিচের লিংকে ক্লিক করে লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

ওজোপাডিকোর গ্রাহকরা নিচের লিংকে ক্লিক করে লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

নেসকোর রাজশাহী জোনের গ্রাহকরা নিচের লিংকটিতে ক্লিক করে লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

নেসকোর রংপুর জোনের গ্রাহকরা নিচের লিংকটিতে ক্লিক করে লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) নিচের লিংকটিতে  ক্লিক করে লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!