• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বেনজির আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০২২, ০২:৩৭ পিএম
বেনজির আহমেদের অবসরের প্রজ্ঞাপন জারি

ঢাকা: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বেনজীর আহমেদের বয়স ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়,  তাকে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ‘ল্যাম্প গ্রান্ট’সহ আগামী ১ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি দেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল পুলিশ মহাপরিদর্শক হন। এর আগে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পুলিশপ্রধান পদে বেনজীর আহমেদের চাকরির মেয়াদ চুক্তিতে বাড়ানো হবে কি না, তা নিয়ে কয়েক মাস ধরে  আলোচনা চলছিল। এর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আইজিপি পদে পরিবর্তন আসছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়।

এসব প্রতিবেদন প্রকাশের আট দিনের মাথায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!