• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তির পরিচয় জানালেন ডিএমপির ডিবি প্রধান


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২২, ০৫:২৯ পিএম
আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তির পরিচয় জানালেন ডিএমপির ডিবি প্রধান

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই যুবকের ছবি ফেসবুকে শেয়ার করে অনেকেই তাকে ছাত্রলীগের নেতা বলে দাবি করেন। অবশেষে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

তার নাম মাহিদুর রহমান। তিনি বাংলাদেশ আনসারের সদস্য।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, ওই যুবকের নাম মাহিদুর রহমান, তিনি আনসার সদস্য। তিনি পল্টন থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।

Caption

সাদা পোশাকে দায়িত্ব পালনের বিষয়ে ডিবি প্রধান বলেন, আমিও অনেক সময় সাদা পোশাকে দায়িত্বপালন করি। জান-মাল রক্ষার প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে জরুরি ভিত্তিতে যে কোনো অবস্থায় যে কোনো পোশাক পরে দায়িত্ব পালন করতে পারে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!