• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিবৃতি 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২২, ০৭:২৩ পিএম
ঢাকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিবৃতি 

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এবিষয়ে বিবৃতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

‘সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠ তদন্ত করতে এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!