• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

তিন তরুণ উপদেষ্টাসহ ড. ইউনূসকে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে আমন্ত্রণ


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২২, ২০২৫, ০৭:১৩ পিএম
তিন তরুণ উপদেষ্টাসহ ড. ইউনূসকে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে আমন্ত্রণ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে ২০২৫ আমন্ত্রণ জানানো হয়েছে।  

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রফেসর ইউনূসকে এ আমন্ত্রণ জানান দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের তিনজন তরুণ উপদেষ্টাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে তারা ব্যাখ্যা করতে পারেন কীভাবে তারা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

আলোচনায় উভয় পক্ষই তরুণদের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় ড. ইউনূস বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

আইএ

Wordbridge School
Link copied!