• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যমুনা অয়েলের চেয়ারম্যান হলেন ডিএসইর ইউনুসুর রহমান 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০২৫, ০৪:০৭ পিএম
যমুনা অয়েলের চেয়ারম্যান হলেন ডিএসইর ইউনুসুর রহমান 

ঢাকা : সাবেক সচিব পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন সাবে সচিব এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সাবেক চেয়ারম্যান মো: ইউনুসুর রহমান। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৩৮তম বৈঠকে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (০৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

মোঃ ইউনুসুর রহমান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদান করের। পরবর্তীতে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। 

তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের সচিব (প্রশাসনিক প্রধান), জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম-সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালকের দায়িত্বও পালন করেন।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!