• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও মৃত্যু সংখ্যা প্রকাশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২৫, ০৫:০৭ পিএম
ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও মৃত্যু সংখ্যা প্রকাশ

ফাইল ছবি

ঢাকা: শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে নতুন করে ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬, চট্টগ্রাম ১০৪, ঢাকা বিভাগে ৪৪, ঢাকা উত্তর সিটিতে ১১৭, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬, খুলনা ৪৩, ময়মনসিংহ ৩৩, রাজশাহী ৭৫ এবং সিলেট ১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১১২৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৫৫ হাজার ৯৬৩।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জন।

এসএইচ

Wordbridge School
Link copied!