• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

 চলে গেলেন ব্রিটিশ পপ শিল্পী ডেভিড বোওয়ি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৬, ০৫:০০ পিএম
 চলে গেলেন ব্রিটিশ পপ শিল্পী ডেভিড বোওয়ি

বিনোদন ডেস্ক

চলে গেলেন জনপ্রিয় ব্রিটিশ পপ শিল্পী ডেভিড বোওয়ি। ৬৯ বছর বয়সী এই শিল্পী ১৮ মাস যাবত ক্যান্সারে ভুগছিলেন। সোমবার সকালে তিনি মারা যান। বোওয়ির মুখপাত্র গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে শুক্রবারই তার জন্মদিনে ডেভিড বোওয়ির শেষ এলবাম ব্লাকস্টার প্রকাশিত হয়।
কয়েক দশক ধরে পপ গানের জগতে জনপ্রিয় নাম ডেভিড বোওয়ি। ১৯৭২ সালে তার প্রথম উত্থান। বলা হয় ৭০ এর দশক থেকে কয়েক দশক ধরে সংগীত ও ফ্যাশনে তিনি দারুণ প্রভাব রেখেছেন। তার শেষ লাইভ পারফরম্যন্স ছিল ২০০৬ সালে নিউইয়র্কে একটি চ্যরিটি কনসার্টে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে লেটস ড্যন্স, স্পেস অডিটি, আন্ডার প্রেসার ইত্যাদি।

সোনালীনিউজ/ঢাকা

 

Wordbridge School
Link copied!