• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে অনুসন্ধানী সাংবাদিকতা নেই, কেন?


নিয়ন মতিয়ুল নভেম্বর ১৪, ২০২২, ০৩:৩৬ পিএম
দেশে অনুসন্ধানী সাংবাদিকতা নেই, কেন?

ঢাকা : সম্প্রতি পিআইবিতে অনুসন্ধান রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণে অংশ নেয়া এক সহকর্মী এসে বললেন, প্রশিক্ষকদের দৃষ্টিতে দেশে ‘ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’ নেই। এমনকি, রিপোর্টারে ভরপুর বিগ বাজেটের পত্রিকাগুলোতেও অনুসন্ধানী প্রতিবেদন শূন্যই বলা যায়। কারণ হিসেবে করপোরেট আগ্রাসন আর বাজেট বরাদ্দে অনীহার দিকে তারা আঙ্গুল তুলেছেন।

প্রশ্ন হচ্ছে, এসব কারণই কি মূখ্য? আমার ব্যক্তিগত বিশ্বাস, করপোরেট কিংবা বাজেট নয়, এমনকি আইসিটি আইনও নয়, আসল কারণ ‘নিউজম্যান’ বা ‘গেটকিপারদের’ অদক্ষতা, অক্ষমতা আর অনাগ্রহ। তবে আরও যেসব কারণে দেশে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং নেই, তা নিয়ে আলোচনা হতে পারে।

যেমন-

১. ভুলপথে পাঠক জরিপ, ভুল জরিপের ফলাফলে নিউজের ভুল পরিকল্পনা।

২. ‘যত নিউজ, তত ভিউজ’- নীতিনির্ধারক বা নিউজম্যানদের এমন বদ্ধমূল ধারণা।

৩. ‘শ্রমশোষণ’ মানসিকতায় ‘ফালতু’ অ্যাসাইনমেন্টে রিপোর্টারদের ব্যস্ত রাখা।

৪. ‘অনুসন্ধান’ সম্পর্কে ধোঁয়াশা ধারণা, সঙ্গে অজানা ভয়, দ্বিধাদ্বন্দ্ব।

৫. ‘জুজুর ভয় হিসেবে’ আইসিটি আইনকে সামনে আনা।

৬. ‘হাউজের রিপোর্টাদের সক্ষমতা নেই’, এমন ভুল ধারণা।

৭. অনুসন্ধানে যে সময় প্রয়োজন তা অপচয়ের খাতায় রাখার মনোভাব।

৮. অনুসন্ধানী প্রতিবেদন লেখার থিম বা বিষয় খুঁজে না পাওয়া।

৯. অনুসন্ধানী বলতে অপরাধবিষয়কেই ধরে নেয়ার প্রচলিত ভ্রান্তি।

১০. অনুসন্ধানের সঠিক রোডম্যাপ বা গাইডলাইন দিতে অক্ষমতা।

১১. অনুসন্ধানী প্রতিবেদন লেখা আর উপস্থাপনার ক্ষেত্রে আত্মবিশ্বাসে ঘাটতি।

১২. অপরাজনীতিতে গিজগিজ করা মগজে প্রবলরকম রাজনৈতিক পক্ষপাতিত্ব

১৩. শনিবারের মিটিংয়ে প্রতিটি হাউজে ‘তিল’ আইডিয়া নিয়ে ‘তাল’ আলোচনা।

১৪. স্পর্শকাতর হওয়ার শঙ্কায় সম্পাদকদের আগ্রহে চরম ঘাটতি।

১৫. সাংবাদিকতার প্রচলিত ধারণাকাঠামো ভাঙতে না পারা।

আলোচনার তালিকা যে কেউ আরও লম্বা করতে পারেন। তবে কারণগুলো যখন উচ্চ পর্যায়ের অদক্ষতা, অসৃজনশীলতা, অতিতোষণ মানসিকতা, অসাহসিকতার মধ্যে ঘুরপাক খায়, তখন আলোচনা বেশি দূর আগায় না। তবে এটাই অপ্রীতিকর সত্য, প্রকৃত অনুসন্ধানী প্রতিবেদন ছাড়া নতুন বিগ বাজেটের পত্রিকা জনপ্রিয় হয়ে ওঠার সুযোগ পাবে না।

লেখক : সাংবাদিক

*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।

Wordbridge School
Link copied!