• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আ. লীগ ৪৪০, বিএনপি ৭০


নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০১৬, ০৮:৩৫ পিএম
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আ. লীগ ৪৪০, বিএনপি ৭০

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৮৪ ইউপির ৪৪০টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ৭০টিতে বিএনপি’র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৩৫ চেয়ারম্যান। এ ধাপে ভোট পড়েছে ৭৭ শতাংশ। নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো প্রাথমিক ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

রোববার (০৮ মে) ইসির জনসংযাগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, মাঠ পর্যায়ের পাঠানো ফলাফল একীভূত করে কমিশনের অনুমোদনের জন্য দেয়া হবে। পরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হবে।

স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে চতুর্থ ধাপে ১৬ রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেয়। তবে বরাবরের মতো এবারও মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীদের মধ্যে।

শনিবার অনুষ্ঠিত ভোটে চেয়ারম্যান পদের ৬৪৯টি ইউপির চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৫ ইউপিতে শনিবার ব্যালটে নির্বাচন হয়নি। অনিয়মে ভোটকেন্দ্র বন্ধ হওয়ায় ১৯টি ইউপির কেন্দ্রে পুনঃভোটের প্রয়োজন হবে।

ইসির পাঠানো ৬৪৯ ইউপির ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগের ৪০৫ জন, বিএনপি’র ৭০ জন ও ১৬১ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে আ‘লীগের ৪৪০ জন নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির ১০ প্রার্থী এ ধাপে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চতুর্থ ধাপে এক কোটি ১৫ লাখ ৫০ হাজার ৮৫৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৮৯ লাখ ৪৭ হাজার ৭৪০ জন। সে হিসাবে ৭৭ দশমিক ৪৬ শতাংশ ভোট পড়েছে চতুর্থ ধাপে।

এর মধ্যে আওয়ামী লীগ ভোট পেয়েছে ৩৯ লাখ ৩৬ হাজার ৯৯৯টি। যা প্রদত্ত ভোটের ৪৩ দশমিক ৭৬ শতাংশ। বিএনপি ভোট পেয়েছে ১৮ দশমিক ৮৫ শতাংশ, ভোটের সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ৯৫ হাজার ৭২৫টি। স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছে ২৯ লাখ ৮৫ হাজার ৭১৫টি, যা প্রদত্ত ভোটের ৩৩ দশমিক ১৯ শতাংশ।

এবারের প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পর নির্বাচনী সহিংসতায় অন্তত ৭০ লোকের প্রাণহানি ঘটেছে।

প্রসঙ্গত, চার হাজারেরও বেশি ইউপি’র মধ্যে আড়াই হাজারেরও বেশি ইউপির ভোট শেষ হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছেন ৫৪৮ জন ও বিএনপির ৫০ জন। দ্বিতীয় ধাপে নৌকা প্রতীকের ৪৫৩ জন ও ধানের শীষের ৬৩ জন বিজয়ী হন। তৃতীয় ধাপের ভোটে আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছেন ৩৯৬ জন এবং এ ধাপে বিএনপি প্রার্থীরা ৬০টি ইউপিতে জয়ী হয়েছেন। চতুর্থ ধাপে নৌকা প্রতীকের ৪৪০ জন জয়ী হয়েছেন ও বিএনপি’র ৭০ জন । এ চার ধাপে চেয়ারম্যান পদে  আ. লীগ ১৮৩৬, বিএনপি ২৪৩ টি ইউপিতে জয় পেয়েছে।

নির্বাচন কমিশনের হিসাবে, প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ ও চতুর্থ ধাপে ৭৭ শতাংশ ভোট পড়েছে বলে ইসি সূত্র জানায়। আগামী ২৮ মে ৭৩৩ ইউপিতে ও ৪ জুন ৭২৪ ইউপির ভোট রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!