• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার জামায়াতের হরতাল


নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০১৬, ০৯:৪৭ এএম
বৃহস্পতিবার জামায়াতের হরতাল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর প্রতিবাদে দলটির পক্ষ থেকে হরতাল কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর পর রাত ২টার দিকে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হবে।

হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!