• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজনীতি ছাড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে : নুর


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২১, ০১:০৭ পিএম
রাজনীতি ছাড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে : নুর

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর বলেছেন, ‘আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য। এ দেশে রাজনীতি করতে এসে কি আমরা পাপ করলাম? নাকি এ দেশে জন্ম নেওয়া পাপ?’

সোমবার (১২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। নুরুল হক নুর বলেন, ‘মোদিবিরোধী বিক্ষোভ থেকে আটক অনেকেই এমন আছে যে তারা ছোটখাটো চাকরি করত।

কিংবা কেউ ছাত্র, সাধারণ মানুষ। তাদের অনেককেই ধরে নিয়ে গেছে। যেদিন আমাকে গুম করার অপচেষ্টা করা হয়েছিল, সেদিন আটক হয় মার্কেটিংয়ে চাকরি করে একটা ছেলে। ২৫ মার্চ গ্রেপ্তার করেছিল ৪০ জনের মতো। ২৭ তারিখে ভাসানী অনুসারী পরিষদের শান্তিপূর্ণ প্রোগ্রাম থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য।’

তিনি আরো বলেন, ‘ডাকসু নির্বাচনের সময়েও সংবাদ সম্মেলন করে বলেছিলাম আমাকে হুমকি দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার মতো নেতাকে জেলে নিয়ে পুরলে তোমার মতো নুরুকে খাইতে ১০ সেকেন্ড সময়ও লাগবে না- এমন কথাও শুনেছি। আমরা কি রাজনীতি করতে এসে পাপ করে ফেললাম, নাকি এ দেশে জন্ম নেওয়া পাপ?

তিনি অভিযোগ করে বলেন, ‘অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে ছেলের বাবা-মাকে হুমকি দিচ্ছে, এর চেয়ে লজ্জার আর কী হতে পারে। দেশটা কি আজ তাহলে দুর্বৃত্তদের দখলে চলে গেছে। আমরা প্রধানমন্ত্রীকে বলব বর্তমান যে পরিস্থিতি, অতীত ভুলে যান। সবাইকে রাজনীতি করার, মিছিল-মিটিং করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করেন। এটা আপনার প্রতি অনুরোধ।’

এ সময় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণফোরামের সাবেক নেতা রেজা কিবরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, লেখক ও অ্যাক্টিভিস্ট রাখাল রাহাসহ গ্রেপ্তার কর্মীদের পরিবারের সদস্যরা।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!