• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নূরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২১, ১২:২৭ পিএম
নূরের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

ফাইল ছবি

ঢাকা: ফেসবুকে লাইভে আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজিব শাহবাগ থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

রোববার (১৮ এপ্রিল) রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক আসামিকে আইনের আওতায় আনা হবে। মামলায় বাদি অভিযোগ করেন, তিনি (নূর) আওয়ামী লীগ সমর্থকদের চাঁদাবাজ, মাদক চোরাকারবারি, ধোকাবাজ ও বাটপার বলেছেন।

তারা আওয়ামী লীগ নামাজ পড়ে একদিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। আবার নিজেদের মুসলমান দাবি করেন। কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না ইত্যাদি সব মন্তব্য করেন।

গত বুধবার তার এ লাইভ মন্তব্য শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, ধর্মপ্রাণ মুসলমানদের ওপরে আঘাত করেছে। এ কারণে মামলাটি করা হলো।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!