• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমসা আমিনের রাজনৈতিক দল আসছে শিগগিরই


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২১, ০৭:১৩ পিএম
আমসা আমিনের রাজনৈতিক দল আসছে শিগগিরই

মেজর জেনারেল (অব.) আমসা আমিন।ফাইল ছবি:

ঢাকা: ‘নৈতিক সমাজ’ নামের একটি সংগঠন শিগগিরই একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে। এটির সংগঠক মেজর জেনারেল (অব.) আমসা আমিন।

বুধবার (২৭ অক্টোবর) সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘নৈতিক সমাজ’ আয়োজিত সমাবেশ থেকে একথা জানানো হয়।

সমাবেশে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রসঙ্গ তুলে আমসা আমিন বলেন, এই সাম্প্রদায়িক হামলা পাগলদের দিয়ে চালানো হয়েছে ঠিক, কিন্তু যারা এর পেছনে আছে তারা পাগল নয়। যারা এর পেছনে আছে তারা সাম্প্রদায়িকতাকে ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

গত ৩০ মার্চ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন।ফাইল ছবি:

গত ৩০ মার্চ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দল গঠনের ঘোষণা দেন আমসা আমিন। নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের কারণ হিসেবে সেদিন তিনি বলেছিলেন, দেশের প্রধান সমস্যা হচ্ছে রাজনীতি। এ জন্য নৈতিক মূল্যবোধের ধস নেমেছে। বড় দলগুলো ভালো মানুষদের রাজনীতিতে আনতে পারছে না। মানুষ দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

সাবেক এই সেনা কর্মকর্তা ২০০১ সালে কুড়িগ্রাম-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে একই আসন থেকে নির্বাচন করেন। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!