• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

র‌্যাবের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দেয়া সংগঠনগুলো নামসর্বস্ব


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২২, ০৭:৫০ পিএম
র‌্যাবের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দেয়া সংগঠনগুলো নামসর্বস্ব

ঢাকা: শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দিতে জাতিসংঘে চিঠি দেয়া সংগঠনগুলোর মধ্যে দু-তিনটি ছাড়া বাকিগুলো নামসর্বস্ব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এমনটা দাবি করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) বাদ দিতে যে ১২টি সংগঠন চিঠি দিয়েছে সেখানে দুই-তিনটি ছাড়া বাকিগুলো নামসর্বস্ব। এগুলোর নাম আমরা আগে শুনিনি, আপনারাও শুনেছেন কিনা আমার জানা নেই।’

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র‍্যাবকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আন্তর্জাতিক ১২টি সংস্থা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাকোঁয়ারকে চিঠি দেয়।

বৃহস্পতিবার মানবাধিবার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। গত বছরের ৮ নভেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারিকে এই চিঠি পাঠায় সংগঠনগুলো।

এই চিঠির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘তারা এই চিঠি দিয়েছে গত বছরের ৮ নভেম্বর। দুই মাসের বেশি সময় পর এটি হঠাৎ মিডিয়ায় কেন নিয়ে এল? এটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।’

বিদেশে বিএনপি লবিস্ট নিয়োগ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লবিস্ট ফার্ম নিয়োগ করে, তাদের অবৈধ অর্থ লবিস্ট ফার্মে লগ্নি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিএনপি ষড়যন্ত্র করছে।’

দেশের বিরুদ্ধে বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সরকারের কাছে আছে বলে দাবি করেন তিনি। বলেন, ‘বিএনপির নয়াপল্টন অফিসের ঠিকানা দিয়ে তারা লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে।’


লবিস্ট নিয়োগে বাংলাদেশ থেকে অর্থ কীভাবে গেল তা তদন্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!