• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ফাইনাল খেলা এখনও শুরু হয়নি, মোটা বাঁশের লাঠি প্রস্তুত’


নিজস্ব প্রতিবেদক  সেপ্টেম্বর ২২, ২০২২, ১২:৫৫ পিএম
‘ফাইনাল খেলা এখনও শুরু হয়নি, মোটা বাঁশের লাঠি প্রস্তুত’

ঢাকা: বিএনপির আন্দোলনের ফাইনাল খেলা এখনও শুরু হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘আপনারা যেভাবে জেগে উঠেছেন। এখন আপনারা যেমন পুলিশ দেখলে দৌড় দেন না, সামনে দাঁড়ান। এই সামনে দাঁড়ানোর কাজটা অব্যাহত রাখুন। আজকে রাস্তায় আপনাদের হাতে পতাকাসহ লাঠি ছিল ছোট ছোট। এরপরে মোটা মোটা বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে। প্রত্যেকের হাতে লাঠি থাকবে। কেন থাকবে? আমার আন্দোলন-সংগ্রাম নেতাকর্মীদের আত্মরক্ষার জন্য।’

রাজধানীর মিরপুরে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে এক সমাবেশে এ কথা বলেন তিনি। 

গয়েশ্বর বলেন, ‘ওবায়দুল কাদের প্রায়ই বলেন, আমাগো আন্দোলন করার সক্ষমতা নাই... আন্দোলন নিয়ে কত কথা কয়। এত কথা আপনি কা-কা করেন কেন? এটা মাত্র তো রিহার্সেল, এখনও তো ফাইনাল খেলা আমাদের নেতাকর্মীরা শুরু করে নাই।’

আঘাত এলে নেতাকর্মীদের পাল্টা আঘাত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। গণতান্ত্রিক বিশ্বের প্রতি আহ্বান থাকবে--জনগণের এ লড়াইয়ে তাদের পাশে থাকুন। আমরা গণতান্ত্রিক বিশ্বের সদস্য হিসেবে আপনাদের সহযোগিতা চাই গণতন্ত্রের প্রশ্নে এবং আমাদের ভোটাধিকারের ফিরিয়ে আনার প্রশ্নে। আমাদের ক্ষমতায় এনে দিতে হবে না কাউকে। জনগণ ডিসাইড করবে কাকে ক্ষমতা দেবে, কাকে দেবে না।’

ঢাকা মহানগর উত্তর মিরপুর জোনের উদ্যোগে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জের শাওন প্রধানের হত্যা, পল্লবীসহ সারা দেশে বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ সমাবেশ হয়।

মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, যুবদলের মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের  নেতারা বক্তব্য রাখেন।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!