• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের সার্বিক ব্যর্থতায় বিদ্যুৎ বিপর্যয়: ফখরুল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০২২, ০৯:৩৮ পিএম
সরকারের সার্বিক ব্যর্থতায় বিদ্যুৎ বিপর্যয়: ফখরুল

ফাইল ছবি

ঢাকা: জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ ‘সরকারের সার্বিক ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৫ অক্টোবর) দুপুরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা মনে করি, জাতীয় গ্রিডে বিপর্যয় সরকারের সামগ্রিক ব্যর্থতা। যে কথাটা আমাদের টুকু সাহেব (সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু) বললেন, এখানে যে পরিকল্পনার মধ্য দিয়ে এবং যে কাঠামোগত ব্যাপারটা থাকে অর্থাৎ টেকনিক্যাল সাইড যেটা থাকে সেখানে টোটালি চুরি হয়েছে বলেই আজকে এই বিপর্যয় ঘটেছে।’

তিনি বলেন, ‘এই ঘটনা শুধু বিদ্যুতে নয়, সর্বক্ষেত্রে ঘটছে। যার ফলে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, কোথাও তো কোনো জবাবদিহি নাই। দেয়ার ইজ নট ইলেক্টেড পার্লামেন্ট।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনি যে প্রশ্ন করবেন, কোথাও যে জবাব চাইবেন সেই জবাবটাও চাইতে পারছেন না। যেহেতু এই সরকারের জনগণের প্রতি কোনো দায় নেই, দায়িত্বশীলতার ব্যাপার নেই। প্রতিটি ক্ষেত্রে দেখবেন এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাটা (জাতীয় গ্রিডে বিপর্যয়) তারই একটা প্রমাণ যে, তাদের দায়িত্বশীলতার অভাব এবং তাদের জবাবদিহির অভাবের কারণেই এ ঘটনা ঘটছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এখান থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা―দে মাস্ট রিজাইন এবং একই সঙ্গে একটা কেয়ারটেকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করা। এ ছাড়া এর কোনো বিকল্প পথ নেই। ’

গতকাল মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সারা দেশের অর্ধেক অঞ্চলের বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার পর ধাপে ধাপে বিদ্যুৎ ফেরানোর কাজ শুরু করেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

এদিকে সরকার এই বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক ইয়াকুব ইলাহী চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!