• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
ওবায়দুল কাদের

যখনই কোন আন্দোলন হয় বিএনপি তার উপর ভর করে ক্ষমতায় যেতে চায়


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৪, ০৪:০০ পিএম
যখনই কোন আন্দোলন হয় বিএনপি তার উপর ভর করে ক্ষমতায় যেতে চায়

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে যখনই কোন আন্দোলন হয় বিএনপি তার উপর ভর করে ক্ষমতায় যেতে চায়। চলমান সাধারণ শিক্ষার্থীদের উপরও বিএনপি ভর করেছে বলে জানান ওবায়দুল কাদের।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, গতকাল হামলায় দুজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার দায় কার?

শনিবার (৩ আগস্ট) দুপুরে ধানমণ্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। নতুন করে কর্মসূচির মধ্যে রয়েছে আাগামীকাল রোববার রাজধানী ঢাকা ও জেলা শহরে জমায়েত কর্মসূচি। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় শোক র‌্যালি। র‌্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।

শুক্রবার (২ আগস্ট) হবিগঞ্জে সংসদ সদস্যের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ এবং আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ এ ধরনের ঘটনা ঘটলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

এমটিআই

Wordbridge School
Link copied!