• ঢাকা
  • শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩০
জানালেন জাহিদ হোসেন

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২৫, ০৮:৫১ পিএম
হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

ঢাকা : ১৭ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে শুক্রবার তারেক রহমানের বাসায় উঠছেন খালেদা জিয়া। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে ম্যাডামের হাসপাতাল থেকে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। গতকালও একজন চিকিৎসক কিছু রিপোর্ট পরীক্ষা করানোর জন্য দিয়েছিলেন, যেগুলো আজ করা হচ্ছে। সেগুলো যদি করানো শেষ হয় তাহলে হয়তো ইভিনিংয়ে (স্থানীয় সময়)  ছুটি হওয়ার সম্ভাবনা আছে।

গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে নিয়ে পরদিন যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। এই হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!